চরফ্যাশন ভোলা প্রতিনিধি: ১৮ জুন ২০২৩ , ৫:৩০:৩৪ প্রিন্ট সংস্করণ
চরফ্যাশন ভোলা প্রতিনিধি: ভেলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই সন্তানের জনক মোঃ মনির হোসেন (২৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার দুলারহাট বাজারে তার নিজ দোকানে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ওসি মোঃ আনোয়ারুল হক। নিহত মোঃ মনির হোসেন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নে চরযমুনা গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিনের ছেলে। পরিবারের লোকজন জানায়, নিহত মনির দুলারহাট বাজারে চায়ের দোকান ব্যবসায়ী৷ সে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকানে আসে। দুপুর ১২ টার দিকে বৈদ্যুতিক চুলার তারের সাথে পেঁচানো কস্টিব খোলার সময় বিদুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।