বরিশাল

ভোলার তজুমদ্দিনের মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  প্রতিনিধি ২০ মে ২০২৩ , ৪:৩১:৪৪ প্রিন্ট সংস্করণ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নোয়াখালীর বেগমগঞ্জ থানার রেলগেট নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মো: রিপন হাওলাদার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন, ২০১৭ সালে তজুমদ্দিন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিপনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় ২০২৩ সালের এপ্রিল মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক। ওই পরোয়ানার ভিত্তিতে আসামি রিপনকে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয় আমাদের থানা পুলিশের একটি টিম। পরে একই দিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com