সারাদেশ

ভোলার তজুমদ্দিনে ঈদ উপলক্ষে বাজার মনিটরিং করেন অফিসার ইনচার্জ মুরাদ

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ১:৫৬:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাজার মনিটরিং করেছেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ)।

(১৬ এপ্রিল রবিবার) সকালে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় বাজার মনিটরি করেন তিনি।

বাজার মনিটরিংয়ের পাশাপাশি দ্রব্যমূল্য সম্পর্কে বাজার ব্যবসায়ীদের মাঝে সচেতনতা তৈরি, বিভিন্ন বিপনী বিতান পরিদর্শন, দোকানে আসা ক্রেতাদের সাথে কথা বলে হয়রানির শিকার হয়েছেন কিনা সে সম্পর্কে অবগত হয়েছেন থানার এ ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ) বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কোন হয়রানির বা অতিরিক্ত দামে পণ্য বিক্রয় সংক্রান্ত কোন অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com