সারাদেশ

ভোলার তজুমদ্দিনে থানা পুলিশের আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি: ৪ জুন ২০২৩ , ১০:৪৪:১০ প্রিন্ট সংস্করণ

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনের হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে থানা পুলিশের আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

(৪ জুন রবিবার) সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশিং সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ)।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মুরাদ বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের কঠোর ভাবে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, গ্রাম গঞ্জে গঠিত সামাজিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিতিদের আহ্বান জানান।

উক্ত পুলিশিং সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন সুমন, তজুমদ্দিন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ সাদির হোসেন রাহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com