সারাদেশ

ভোলার তজুমদ্দিনে মাঝি সেজে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করলো পুলিশ

  প্রতিনিধি ২০ মে ২০২৩ , ১:৫৩:২৭ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে মাঝি সেজে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

(শনিবার ২০ মে) সকালে উপজেলার চর-জহির উদ্দিন থেকে আসামি মো: রাকিব (২৩) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি রাকিব উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ব্যাপারে তজুমদ্দিন থানার ওসি মো: মাকসুদুর রহমান-(মুরাদ) বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। ঐ মামলায় আদালতের বিচারক ২০২২ সালের জানুয়ারি মাসে তার বিরুদ্ধে এক বছরের সাজা ঘোষণা করেন। সাজা ঘোষণার পর থেকে আসামি রাকিব পালিয়ে বেড়াতে শুরু করেন।

তিনি আরও বলেন, আসামি রাকিবকে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর-জহির উদ্দিনে অবস্থান করছেন, শনিবার সকালে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঐ চরে অভিযান পরিচালনা করে। এ সময় ঐ টিমের এক সদস্য মাঝির ছদ্মবেশ ধারণ করে আসামি রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com