সারাদেশ

ভোলার তজুমদ্দিনে রাখালের ছদ্মবেশে পলাতক আসামি গ্রেফতার করলো পুলিশ

  প্রতিনিধি ২১ মে ২০২৩ , ১১:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার তজুমদ্দিনে রাখালের ছদ্মবেশে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। (রোববার ২১ মে) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর-নাসরিনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিম ঐ এলাকার জেবল বেপারির ছেলে।

এ ব্যাপারে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকসুদুর রহমান-(মুরাদ) বলেন, গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে বন আইনে-২০১৪ সালে একটি মামলা হয়। ঐ মামলায়-২০২১ সালের ডিসেম্বর মাসে আদালতের বিচারক তার বিরুদ্ধে ৬ মাসের সাজা ঘোষণা করেন। এরপর থেকেই পালিয়ে থাকতে শুরু করে তিনি।

ওসি আরো বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আব্দুর রহিম চর*নাসরিনে অবস্থান করছে। ঐ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রাখালের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com