প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ৩:৪১:১৯ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওমান থেকে দেশে আসলে গোপন সংবাদে ভিত্তিতে তাকে গ্রেফতার।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ) এল তত্বাবধানে (২৪ জুন শুক্রবার) গোপন সংবাদে ভিত্তিতে চর জহির উদ্দিন তদন্ত কেন্দ্রের এএসআই এসএম ফয়সাল সংগীয় ফোর্সেসহ তজুমদ্দিন থানার জিআর মামলা ২৪/১১ এর গ্রেফতারী পরোয়ানা মূলে চরফ্যাশন উপজেলা থেকে তাকে গ্রেফতার করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির আসামী মোঃ জাকির হোসেন, পিতা , তিনি ওই উপজেলার সোনাপুর ইউনিয়নের চর-জহির উদ্দিন গ্রামের রুস্তম আলী ছেলে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।