প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৮:৩৬:৩১ প্রিন্ট সংস্করণ
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সফিজল ইসলাম। সে আড়ালিয়া গ্রামের মোঃ নূরুল ইসলামের ছেলে।
থানা সুত্রে জানা যায়, এ.এস.আই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে চরফ্যাশন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৪ এর গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ওই মামলায় তার এক বছরের দন্ডাদেশ রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।