বরিশাল

ভোলার তজুমদ্দিনে ২০ পিচ ইয়াবাসহ আটক-১

  প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ২:২০:১০ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি ভোলা:

ভোলার তজুমদ্দিনে মাদকদ্রব্য ইয়াবাসহ ইকরাম হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশের একটি টিম।

তজুমদ্দিন থানা সুত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমের দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ) এর তত্বাবধানে (রবিবার ২১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ মনিরুজ্জামান মুনির সহ একটি ফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আঃ মতিন কমান্ডার বাড়ীর সংলগ্ন জামে মসজিদের উত্তর দিকে তালতলার রাস্তার মোড় থেকে মোঃ ইকরাম হোসেন(২২) কে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ) জানান, রবিবার রাতে ইয়াবা সহ এক যুবককে আটক করে (সোমবার ২২ মে) মামলার মাধ্যমে ভোলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com