প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ৩:০৬:৩২ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিনে ৩০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
(২৭ জুলাই বৃহস্পতিবার) তজুমদ্দিন থানা পুলিশের একটি টিম উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেয়ামূল্যা সংলগ্ন মেঘনা বাজার চৌরাস্তার মোড়ের রাস্তার উপর থেকে আব্দুর রহিম (২২) নামে এক যুবককে আটক করা হয়।
আটকৃত যুবক আব্দুর রহীম, সে উপজেলার কেয়ামুল্যা গ্রামের জসিম হাওলাদারের ছেলে।
থানা সুত্রে জানা যায়, আব্দুর রহিম (২২) দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই রিসাত হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গাঁজা বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়। আসামীর আব্দুল রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।