প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৯:০৯:৩১ প্রিন্ট সংস্করণ
খবরের ডাকঘর ডেস্ক:
ভোলা তজুমদ্দিন থানায় অগ্নি নির্বাপন মহড়া (প্রশিক্ষণ) অনুষ্ঠিত হয়। মনপুরা থানা পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস তজুমদ্দিন ষ্টেশনের সমন্বয়ে অগ্নি নির্বাপন যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
(১১ এপ্রিল মঙ্গলবার) সকাল ১১ টায় তজুমদ্দিন থানা কমপাউন্ডে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় দুর্ঘটনা জনিত অগ্নিকান্ড নিরসন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষে অগ্নিনির্বাপনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই মহড়া প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এ সময় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: মাকসুদুর রহমান-(মুরাদ) সামগ্রিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা ও যেকোন জরুরী অবস্থায় করনীয় সম্পর্কে অভহিত করেন।
এছাড়াও তজুমদ্দিন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রেজাউল করিম সেলিম জানান, অগ্নিকান্ডের ঘটনা ঘটলে অগ্নিনির্বাপন যন্ত্র ও কিভাবে আগুন নিভাতে হয় এবং বহুতল ভবনে আটকে পড়া লোকদের জীবন বাঁচানো যায় সেই বিষয়ে অবহিত করেন। এই সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তারিক হাসান সহ থানাও ফায়ার স্টেশনের সকল স্টাপ উপস্থিত ছিলেন।