প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ২:৩০:১৯ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(বুধবার ৩০ আগষ্ট) বিকাল ৩ ঘটিকার সময় উত্তর বাজার মসজিদের সামনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রতিনিধি সম্মেলন অনুষ্টানে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে উত্তর বাজার মসজিদের সামনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও: মুহাম্মদ রাসেদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওঃ লোকমান হুসাইন জাফরী।
এসময় আরও বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সহ-সভাপতি মাওঃ মিজানুর রহমান আযাদীসহ আরও অনেক।