সারাদেশ

ভোলার লালমোহনে এসএসসি সমমান পরীক্ষায় বসছে ৪৪৬৭ পরীক্ষার্থী

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৩ , ৭:০৫:১৮ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৪শত ৬৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৩হাজার ২৯জন এসএসসি, ১হাজার ১শত ৬১জন দাখিল ও ২শত ৭৭জন ভোকেশনাল পরীক্ষার্থী।

এবারের এসএসসি সমমান পরীক্ষা সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার সময় ৩ ঘন্টা থেকে কমিয়ে ২ ঘন্টা করা হয়েছে। তারমধ্যে এমসিকিউ ২০ মিনিট এবং লিখিত পরীক্ষা ১ ঘন্টা ৪০ মিনিট। পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টা হতে।

এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও অসদুপায়মুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।

তিনি বলেন, লালমোহন উপজেলায় মোট ৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৪৪ জন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৩২জন, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৩৪জন, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭১০জন ও রমাগঞ্জ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫৬৬জন এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এছাড়াও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৭০৪ জন ও গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৫৭জন দাখিল পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরিক্ষা কেন্দ্রের নিরাপত্তায় সার্বক্ষনিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন এবং প্রতিটি কেন্দ্রে থাকবে মেডিকেল টিম বলেও জানান মাধ্যমিক শিক্ষা অফিসার।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com