সারাদেশ

ভোলার লালমোহনে পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

  প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৪:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে অসদুপায় (নকল করা) অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা। পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে তাদেরকে বহিষ্কার করা হয়।

রোববার (৭ মে) উপজেলার গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র থেকে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ এমদাদুল হক সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মো: টিটব, সুমাইয়া বেগম, মিতু বেগম, এমদাদুর রহমান ও মো: কামরুল হাসান।

এদের মধ্যে গজারিয়া বালক মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন, ডা. আজহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের একজন, হোসনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন এবং ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী রয়েছে।

অধ্যক্ষ এমদাদুল হক সেলিম জানান, পরীক্ষা শেষ হওয়ার আনুমানিক ১৫ মিনিট আগে ওই  পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মোছলেহ উদ্দিন ও এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান।

পরে নোটিশের মাধ্যমে সবাইকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। বহিষ্কৃত এসব শিক্ষার্থীরা এ বছর অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com