প্রতিনিধি ২৫ জুলাই ২০২৩ , ৫:০০:৩৯ প্রিন্ট সংস্করণ
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোঃ হাছান নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রিফিউজিপাড়ায় এ ঘটনা ঘটে।
শিশু ওমর ফারুক ওই এলাকার মো. শাহে আলমের ছেলে।
জানা যায়, দুপুরের দিকে শিশু হাছান উঠানে খেলছিল। তার মা ইয়ানুর বেগম এ সময় ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বসতঘরের পূর্বপাশের পুকুরে শিশু হাছানকে ভাসতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করে। চিৎকার শুনে হাছানের মা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক শিশু হাছানের শারীরিক অবস্থা পর্যক্ষেণ করে। এরপর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় হাছানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।