সারাদেশ

ভোলার লালমোহনে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ১:০৯:৫০ প্রিন্ট সংস্করণ

লালমোহন ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের আব্দুল গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক মোঃ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের রিপা আক্তার (২৬) ও তার দুইমাস বয়সী নবজাতক শিশু ফাতেমা-(নেহা)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে রিপা আক্তার তার দুইমাস বয়সী নবজাতক শিশু ফাতেমা নেহাকে কোলে নিয়ে বাড়ির পুকুরে মুখ ধুইতে যায়। এসময় অসাবধানতাবশত পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। ঘণ্টাখানেক পর রিপার ছোট ভাই পুকুরে মুখমন্ডল ধুতে গিয়ে রিপা আক্তার ও ফাতেমা নেহাকে পানিতে ভাসতে দেখেন।

রিপার পরিবার পুলিশকে জানিয়েছে, রিপা সাঁতার জানত না। তাই তাদের ধারণা পা পিছলে রিপা পুকুরে পড়ে যাওয়ার পর সাঁতরে উপরে উঠতে পারেনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুইটি পুলিশ রিপার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com