প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ১:৩৬:৫৬ প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় পৃথক দুই ঘটনায় এক শিক্ষার্থীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৭ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত স্কুলশিক্ষার্থী নোমান (১৮) ও যুবক হুমায়ূন কবির (৪৫) কালমা ইউনিয়নের ৭ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল বেপারি ও হারুন রশীদের ছেলে।
এদের মধ্যে নোমান স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং যুবক হুমায়ূন কবির মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ওসি জানান, বুধবার সকালে পারিবারিক কারণে নোমানকে তার বড় ভাই গালমন্দ করায় অভিমানে সে কীটনাশক পান করে আত্মহত্যা করেন এবং হুমায়ূন কবির মানসিক ভারসাম্যহীন থাকায় পরিবার থেকে তাকে আলাদা ঘরে রাখা হত। সকালে পরিবারের লোকজন তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। উভয় ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।