আওয়ামীলীগ

ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ৭:৩২:০৯ প্রিন্ট সংস্করণ

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‌্যালি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমবেত হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানজিম হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জসিম ফরাজীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com