সারাদেশ

ভোলার লালমোহনে ৪০০ পিচ ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ আটক-৪

  প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ১০:৫৬:৪০ প্রিন্ট সংস্করণ

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি:

ভোলার লালমোহনে পৃথক অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ৪ জনকে কে আটক করেছে পুলিশ।

(মঙ্গলবার ১৬ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার থেকে নকিব হোসেন রনি নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রনি উপজেলার বদরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দেবীরচর গ্রামের নুর আলী মুন্সি বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

অপরদিকে মঙ্গলবার সকালে ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ঝান্টু মিয়া (৪২), মোঃ রিপন (২২) ও মোঃ শাকিল (১৯)।
আটক ঝান্টু লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের মান্নান কমিশনার বাড়ির মোঃ শাহজান মিয়ার ছেলে এবং রিপন ও শাকিল লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাজী বাড়ির মোঃ নুরুল ইসলাম দফাদার ও মৃত কালুর ছেলে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com