বরিশাল

মাদ্রাসা ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণচেষ্টা

  প্রতিনিধি ১৪ মার্চ ২০২৩ , ৭:৪৩:১৪ প্রিন্ট সংস্করণ

মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় এক মাদ্রাসাছাত্রীকে নিজ বসত ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় এলাকার চিহ্নিত বখাটে এক যুবক। এখন পর্যন্ত ওই ঘটনায় অভিযুক্ত আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

গত রোববার দুপুর ১২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬নং ওয়ার্ডে ওই ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় মামলা দায়ের করে।

ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত বখাটে ওই যুবক হলেন মো. শাকিল। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহমানপুর গ্রামের বাসিন্দা হেলাল পাটোয়ারীর ছেলে।

ওই ছাত্রীর মা জানান, শনিবার সকালে স্বামীসহ অসুস্থ ভাইকে দেখতে চরফ্যাশনে যান। বাড়িতে ছোট ছেলে ও মেয়েকে রেখে যান। এ সুযোগে রোববার দুপুরে ওই বখাটে যুবক শাকিল মেয়েকে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এই সময় ছেলের ডাকচিৎকারে প্রতিবেশীরা চলে আসে। পরে ওই বখাটে যুবক পালিয়ে যায়। প্রতিবেশীদের কাছ থেকে মোবাইল ফোনে খবর পেয়ে বিকালে মনপুরায় চলে আসি। পরদিন সোমবার মেয়েকে বাদী করে মনপুরায় থানায় মামলা করি।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় মামলা করে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com