সারাদেশ

মানবতার পাশেই আমরা সেচ্ছাসেবী সংগঠনের রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৮:২৩:৩৪ প্রিন্ট সংস্করণ

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে আল-আমিন মেডিকেল হল উদ্বোধন উপলক্ষে “মানব সেবায়, উওম ইবাদত” এই স্লোগানে মানবতার পাশেই আমরা সেচ্ছাসেবী সংগঠন এর ভোলা শাখার সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প সহ সেচ্চায় রক্তদান উদ্বুদ্ধকরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ বাজার ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় করন অনুষ্ঠিত হয়।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারন জনগন বিনামূল্যে 

প্রায় ১০০ জনতার রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ সময় মানবতার পাশে’ই আমরা সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মেডিকেল ক্যাম্প ও ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় করন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাজমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ সাবিকুন নাহার-(তমা), মানবিক সংগঠন মানবতার পাশে’ই আমরা সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ সাখাওয়াত সিকদার, সহ-সভাপতি মোঃ আল-আমিন, রেদোয়ান উসমানী, জাহিদ হাসান-(রনি) সহ অনন্যা সদস্যবৃন্দ।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com