প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৭:৪৩:০০ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক:
রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় মারামারির ঘটনায় সিয়াম (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকালে দারুস সালাম থানার (ইন্সপেক্টর তদন্ত) জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, শনিবার দিবাগত রাতে দারুস সালাম বসুপাড়া এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র সিয়াম মারা যায়।
বিস্তারিত জানার জন্য রাত থেকে পুলিশ এখনো কাজ করে যাচ্ছে। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।