সারাদেশ

মির্জাপুরে নব-নিযুক্ত নির্বাহী অফিসারকে বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৩:৪৯:৫২ প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন, মির্জাপুর টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুরে নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

(শনিবার ২০ মে) সকাল ১১ ঘটিকার সময় মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনকে বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমী ও আলোর পথের যাত্রী আয়োজন
এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তাহমিনা জাহান শিলা, আলোর পথে যাত্রী সংগঠনের অন্যতম সংগঠক কবি বাবুল হোসেন, মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দৈনিক আমাদের মির্জাপুর পত্রিকার সম্পাদক মোঃ আবুসালেহ সজীব।

আলোর পথে যাত্রী সংগঠনের পক্ষ থেকে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com