প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ২:২৭:৫৯ প্রিন্ট সংস্করণ
মোঃ আনোয়ার হোসেন মির্জাপুর ,টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ এর সময় ৫ ম বারের মতো অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৭ মে) বিকাল ০৪ ঘটিকার সময় কলেজ অডিটোরিয়াম রুমে এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
শিক্ষক এবং অভিভাবকবৃন্দের সম্মিলিত ইতিবাচক প্রচেষ্টায় গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামীর সুন্দর, সমৃদ্ধ, আলোকিত দেশ করার কারিগর” এই প্রতিপাদ্য কে সামনে রাখা হয়।
উল্লেখ্য, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তাহমিনা জাহান শিলা শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) হিসেবে যোগদান করার পর থেকে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
এসময় জনাব তাহমিনা জাহান শিলা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনাব মোঃ জামিল হোসেন সম্পাদক শিক্ষক পরিষদ, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ। মোঃ সানোয়ার হোসেন শিক্ষক। মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদ আল মামুন ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহ মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত হন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ সাইফুল ইসলাম শিক্ষক, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং প্রায় তিনশত অভিভাবক সহ একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন।