সারাদেশ

মোংলায় অপরাজিতা নারীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ১:৪৩:৩১ প্রিন্ট সংস্করণ

মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট:

মোংলায় অপরাজিতা বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টায় সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্ববধানে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মোংলা উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়।

অপরাজিতা প্রকল্পের কমিটির সভাপতি জোসনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।

অপরাজিতা প্রকল্পের ফিল্ড কর্ডিনেটর দীপ্তি রায় পরিচালনায় উপজেলা নেটওয়ার্কের উদ্দেশ্য ও সাংগঠনিক দক্ষতা উন্নয়ন বিষয় আলোচনা করেন প্রকল্পের এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।

সভায় উপস্থিত অপরাজিতারা আগামী ২০২৩-২০২৪ অর্থবছরে ইউনিয়ন পরিষদের বাজেট ও পরিকল্পনায় নারী উন্নয়ন খাতে বরাদ্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুপারিশ মালা প্রদান করেন।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com