যাত্রাবাড়ী প্রতিনিধিঃ ১০ এপ্রিল ২০২৩ , ৭:৫২:৩২ প্রিন্ট সংস্করণ
যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আদুরী রানী দাস (৩০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে তিনি মারা যান। মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার ভোরে ঢামেক মর্গে পাঠিয়েছেন যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চার্ট ভাঙা গ্রামের প্রদিব চন্দ্র দাসের স্ত্রী। বর্তমানে পরিবার নিয়ে কোনাপাড়া গোল্ডেন ব্রিজের পাশে সেন্টু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
আদুরীর ভাবি প্রতিমা রানী দাস জানান, তার তিন ছেলে রয়েছে, স্বামী রিকশা চালান। ছোট ছেলেটি হওয়ার পর থেকে তার মানুষিক সমস্যা দেখা দেয়। অল্পতেই রাগান্বিত হয়ে যায় এবং তাৎক্ষণিক যেকোনো সিদ্ধান্ত নিয়ে নেন বলে দাবি প্রতিমার।
তিনি বলেন, রবিবার দুপুরে সে ঘুমের ওষুধসহ অত্যাধিক পরিমাণে ওষুধ সেবন করে ফেলে। বিষয়টি প্রথমে তারা বুঝতে পারেনি। পরে বুঝতে পেরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।