প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ১১:২৫:৫২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মোহাম্মদপুরের এক নির্মাণাধীন ভবনের রড চুরির অভিযোগে আকাশ নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর আজিজ মহল্লার বরাবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে রড চুরির অভিযোগে বুধবার সারারাত আকাশকে মারধর করা হয়। পরে বৃহস্পতিবার ভোর বেলায় তার পরিবারকে জানানো হয়। বাসায় নেয়ার পরেই মৃত্যু হয় ওই কিশোরের। এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, রাতে যখন ওই কিশোরকে মারধর করা হয় তখন অনেকে বাধা দিলেও তাতে কর্ণপাত করেননি নির্মাণাধীন ভবনের শ্রমিকরা। এসময় সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয়রা ওই ভবনটি ঘিরে রাখে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভুঞা বলেন, কিশোরটির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আর ঘটনার পর থেকেই পলাতক নির্মাণাধীন ভবনের সবাই। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।