সারাদেশ

রাজধানীতে আকাশ কালো করে নামল বৃষ্টি

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৫:০৭:৪৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক:

আকাশ কালো করে রাজধানীতে নেমেছে বৃষ্টি। বৃহস্পতিবার বিকেলে ঢাকার আকাশ কালো হয়ে আসে। এর কিছুক্ষণ পর নামে অঝোরধারায় বৃষ্টি। রাজধানীতে এ বছর যে কয় দিন কালবৈশাখীর তাণ্ডব দেখা গেছে তার বেশির ভাগটাই শুরু হয়েছে আঁধার ঘনিয়ে।

এর আগে অবশ্য আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিল আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিন আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরো বলা হয়েছে, আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা কোথাও থাকলে সেখানে তাপপ্রবাহ বয়ে যায় বলে ধরে নেওয়া হয়। ঢাকায় তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সে হিসাবে আজ ঢাকায় মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com