প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৭:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর কমলাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) নিহত হয়েছেন। রবিবার (১৪ মে) রাতে ১২টায় উত্তর কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর এ তথ্য নিশ্চিত করে জানান, উত্তর কমলাপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে রাস্তা অজ্ঞাতপরিচয় নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরো জানান, পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।