সারাদেশ

রামগড়ে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ২:৫৪:৪৪ প্রিন্ট সংস্করণ


মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি):


পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার-ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে।

(রবিবার ১৪ই এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১০ ঘটিকায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভযাত্রা বেরিয়ে রামগড়ের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় উপজেলার মিলনায়তনের সামনে গিয়ে শেষ করা হয়।
র‌্যালি শেষে উপজেলা হলরুমে রামগড় শিল্পকলার নৃত্য শিক্ষক সুইনুপ্রু মার্মা এর সঞ্চালনা শিল্পকলার শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম(কামাল), মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম, রামগড় থানার (ওসি) তদন্ত মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের অফিসার, ব্যাংক-বীমা,এনজিওঅফিসার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা আওয়ামিলীগসহ সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com