প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪:১৩:৫৪ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে একজন মানবিক সেচ্ছাসেবীর ব্যাক্তিগত উদ্যোগে ২০১৫ সালে গড়ে উঠেছে মাদক মুক্ত স্বেচ্ছাসেবী ও ক্রিড়া সংগঠন উজ্জল স্মৃতি ফুটবল একাডেমি।
উজ্জল স্মৃতি ফুটবল একাডেমির মাধ্যমে প্রতিনিয়ত নতুন প্রজন্মের শিশু কিশোরদের মাদক মুক্ত রাখতে বিনামূল্যে দেওয়া হচ্ছে ফুটবল প্রশিক্ষণ।
উজ্জল স্মৃতি ফুটবল একাডেমির পক্ষ থেকে বিনামূল্যে প্রতিদিন’ই প্রায় ৩০ থেকে ৪০ জন শিশু কিশোরদের নিয়মিত ক্রিড়া প্রশিক্ষণ অনুশীলন করানো হয়।
এ বিষয়ে উজ্জল স্মৃতি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মতিউর রহমান-(কাজল) বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের উঠতি বয়সের শিশু কিশোরদের মাদক থেকে বিরত রেখে সকল সময় মানবসেবায় কাজ করার লক্ষ্যে ২০১৫ সালে নিজ জন্মস্থান উপজেলার ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে গড়ে তুলেছি মাদক মুক্ত স্বেচ্ছাসেবী ও ক্রিড়া সংগঠন উজ্জল স্মৃতি ফুটবল একাডেমি। আমার এই উজ্জল স্মৃতি ফুটবল একাডেমির পক্ষ থেকে আমি প্রতিদিন’ই নতুন প্রজন্মের শিশু কিশোরদের বিনামূল্যে ক্রিড়া প্রশিক্ষণ অনুশীলন করিয়ে থাকি। আমার এই অনুশীলন করানোর মাধ্যমে শিশু কিশোরদের শারিরীক সুস্থতার পাশাপাশি মাদক থেকে বিরত থাকবে এবং এই খুদে খেলোয়াড়রা একসময় জাতীয় পর্যায়ে খেলবে এই প্রত্যাশা নিয়ে আমি আমার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এই বিষয়ে একাডেমির একজন খেলোয়াড়কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই উজ্জল স্মৃতি ফুটবল একাডেমিতে প্রতিদিন’ই আমরা বিনামূল্যে প্রশিক্ষণ নিচ্ছি। আমরা বিগত দিনগুলোতে লেখা পড়া শেষ করে বাকি সময়টা মোবাইল ফোন নিয়ে ব্যাস্ত সময় পার করেছি। পরে আমি এই উজ্জল স্মৃতি ফুটবল একাডেমির কথা শুনে এখা এসে বিনামূল্যে এই একাডেমিতে ভর্তি হয়ে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছি। আমাদেরকে এই উজ্জল স্মৃতি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজল স্যার আমাদের সকল স্টুডেন্টের মাঝে বিনামূল্যে জার্সি ও বুট প্রধান করেন।