আওয়ামীলীগ

লালমোহনের বদরপুর ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী অফিস উদ্বোধন করেন-এমপি শাওন

  প্রতিনিধি ২ মে ২০২৩ , ২:২৭:০৭ প্রিন্ট সংস্করণ

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলা ১নং বদরপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নতুন অফিস কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

(২ মে মঙ্গলবার) সকালে বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

এসময় উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সুসংগঠিত। ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে থানা এবং জেলা ও কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আওয়ামীলীগ অনেক শক্তিশালী।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ মানে দেশের উন্নয়ন এবং সমাজ ও সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন করেছেন যা অতীতে কোন সরকার করেনি। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক তালুকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাশেম মুসলমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com