প্রতিনিধি ১৩ মার্চ ২০২৩ , ২:০৯:০৪ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তারাগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে একমাত্র সম্বল চায়ের দোকান পুরে নিঃস্ব হয়ে গেল আনিচল হক নামের এক অসহায় বৃদ্ধ।
গত (১১ মার্চ শনিবার) রাতে তার একমাত্র সম্বল চায়ের দোকানে কে বা কাঁহারা আগুন ধরিয়ে দেয়।
ভুক্তভোগী আনিচল হক জানান, আমি রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই আনুমানিক রাত ৩ টার দিকে দেখি আমার দোকানে আগুন জ্বলতেছে। এমনভাবে দোকানে আগুন জ্বলতে ছিলো আমার চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমি কিছু’ই করতে পারলাম না, কে বা কাঁহারা আগুন দিয়েছে আমি জানিনা।
তবে যারা এই ঘটনা ঘটিয়ে আমাকে নিঃস্ব করেছে তারা অবশ্যই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমার সব কিছু হারিয়ে এখন আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ বিষয়ে সকল ধরনের সহযোগিতা কামনা করছি।
স্থানীয়রা জানান, আনিচল হকের একমাত্র চলার সম্ভল ছিল এই দোকানটি আজ সেটিও পুড়ে ছাই হয়ে গেলো, তার দোকানে বিভিন্ন ধরনের মালামাল ছিল কিন্তু কিছু’ই রক্ষা করতে পারেনি। এখন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে সহযোগিতা ছাড়া তার আর কোন উপায় দেখছি না।