প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৪১:২৩ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলা-৩ আসনে সংসদ সদস্য লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মাটি ও মানুষের নেতা দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন-(এমপি)। নিজ নির্বাচনীয় এলাকায় গরীব-দু:খী ও অসহায় মানুষের একান্তে পাশে থাকার লক্ষে (৬ সেপ্টেম্বর বুধবার) ঢাকা থেকে (এম.ভি প্রিন্স অব সাকিন) লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করবেন। (৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকালে নাজিরপুর লঞ্চঘাটে অবস্থান করবেন।
এদিকে লালমোহন তজুমদ্দিনের পাঁচ লক্ষ জনতার আশার বাতিঘর এমপি শাওনের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে।