প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ১১:৩৩:৫৯ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ) নিজস্ব প্রতিনিধিঃ
ভোলা লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের স্বনামধন্য মানবিক সংগঠন একতার বন্ধন সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে এসএসসি/দাখিল-২০২৩ পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ন হওয়া শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে।
(মঙ্গলবার ২২ আগষ্ট) উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়, ডাওরী হাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, জনতা বাজার মাধ্যমিক বিদ্যালয়, লেজ ছকিনা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা ও একতা বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে একতার বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডাওরী হাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দীন, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবিএম ছিদ্দিক উল্লাহ, যুবলীগ নেতা মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মাওলানা মোঃ ফজলুল হক, মাওলানা মোঃ খোরশেদ আলমসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুন কিশোর ছাত্র সমাজ পড়াশোনায়, শিক্ষা দীক্ষায় আরো বেশি অনুপ্রেরণা, আগ্রহ পাবে বলে আমরা মনে করি। কৃতি শিক্ষার্থীরা সামনের দিন গুলোতে আরো ভালো ফলাফল করে সফলতার উচ্চ শিখরে পৌঁছে তাদের মা-বাবা ও এলাকার মুখ উজ্জল করুক। ধন্যবাদ জানাই মানবিক সংগঠন একতার বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের এর তত্ত্বাবধায়কদের তারা এতো সুন্দর একটি আয়োজন কৃতি শিক্ষার্থীদের উপহার দেয়ার জন্য।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক, ক্রেস্ট বিতরণ করেন।