সারাদেশ

লালমোহনে এসএসসি পরীক্ষার্থী প্রভাতের ঘোরাঘুরি শেষে ফেরা হলো না বাড়ি

  ভোলা প্রতিনিধি: ৩০ মে ২০২৩ , ৭:০৫:২৮ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহসানুল হক প্রভাত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৯ মে) সন্ধ্যায় তার বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রভাত উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের মনিরুল হক মিঠুর ছেলে। সে এ বছর লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল প্রভাত। বাড়ির সামনের সড়কে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রলি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পাশে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানা পুলিশের পরিদর্শক মো. এনায়েত হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com