আওয়ামীলীগ

লালমোহনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৮:৩৫:১৭ প্রিন্ট সংস্করণ

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৭ এপ্রিল সোমবার) সকাল ১১ ঘটিকায় লালমোহন উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন(এমপি)।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। যার নেতৃত্ব দিয়ে আওয়ামীলীগ কে সুসংগঠিত রেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অবর্তমানে জাতির পিতার স্বপ্ন কে লালিত করে সোনার বাংলা ঘরার লক্ষে কাজ করছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সবসময় সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফখরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুণ, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com