প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ১:০০:৪৬ প্রিন্ট সংস্করণ
ইব্রাহিম আকাশ, ভোলা:
ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের নতুন করে চতুর্থ দফায় লালমোহন উপজেলায় ১৮০টি পরিবারকে ঘরসহ দলিল হস্তান্তর করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন।
বুধবার সকাল ১১টায় গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে সারাদেশে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে লালমোহন উপজেলায় ১৮০ টি পরিবারের মাঝে ঘরের চকবি তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অসহায় মানুষদের জন্য কাজ করেছেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ভূমিহীন গৃহহীনদের জন্য জমিসহ ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় লালমোহনে আরো ১৮০ টি পরিবার নতুন ঘর পেয়েছেন। যদি আরো কেউ গৃহহীন ভূমিহীন থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারাও ঘর পাবেন। আপনারা সকলে দোয়া করবেন আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, দোয়া করবেন নৌকা মার্কার জন্য।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের একযোগে লালমোহন উপজেলা অডিটোরিয়াম থেকে সরাসরি যুক্ত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহকারী কমিশনার ভুমি এমরান মাহমুদ ডালিম, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আ,ন,ম,শাহা জামাল দুলাল, লালমোহন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাজাহান মিয়া, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা মিয়া, কালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আক্তার হোসেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন সহ সুবিধাভোগীরা এবং লালমোহন উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা