প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ১২:৩৭:৪৬ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বেসিক কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষন সংক্রান্ত গ্র্যাজুয়েশন সেমিনার ও বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষন সেন্টার এর আয়োজনে হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে ১৫টি ল্যাপটপ বিতরণ করা হয়।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)।
এ সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় অধ্যক্ষ জিয়াদুর রহিম-(মুরাদ), ট্যাকনিক্যাল কলেজের পরিচালক নুরুল আমিন খান প্রমূখ।