প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ২:২৭:২৪ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে পালাক্রমে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে মামলা উদঘাটন করে আসামিদের গ্রেফতার করায় পুরস্কৃত করা হয়েছে লালমোহন থানার এস.আই মো: ছায়েদুর রহমানকে।
(১৮ এপ্রিল মঙ্গলবার) ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতর পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এস.আই ছায়েদুর রহমানকে পুরস্কৃত করায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, লালমোহন থানার ওসি মোঃ মাহবুবুর রহমান ও ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসআই ছায়েদুর রহমান।
পুরস্কৃত হয়ে এস.আই ছায়েদুর রহমান বলেন, এটি আমার জন্য সত্যিই একটি বড় অর্জন। কোনো কাজ করে তার স্বীকৃতি পেলে কাজের প্রতি আরো আগ্রহ বৃদ্ধি পায়। আমি আমার সততা ও নিষ্ঠার সঙ্গে সকল সময় কাজ করেছি এবং আগামী দিনগুলোতেও করে যাবো ইনশাআল্লাহ।