বরিশাল

লালমোহনে ২৫১ শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করলেন-এমপি শাওন

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ১১:২০:১৭ প্রিন্ট সংস্করণ

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি:

ভোলার লালমোহনে আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর বাস্তবায়নে হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনষ্টিটিউট হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

পরে উপজেলা পরিষদ চত্বরে ২৫১ শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও লালমোহন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং চেক বিতরণ করেন তিনি।
পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকগণ আইসিটি প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে আগামীর স্মার্ট সিটিজেন তৈরি করবেন। এসময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনা সরকার কে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে মন্তব্য করেন তিনি।

উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনষ্টিটিউট’র অধ্যক্ষ নুরুল আমিন শাহজাহান খাঁন, আইসিটি কো অর্ডিনেটর মোঃ সালাউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকগণ।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com