প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ১:৫৯:৪৯ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে পবিত্র ঈদ ঊল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)।
(২০ এপ্রিল বৃহস্পতিবার) লালমোহন উপজেলা অডিটোরিয়াম হলরুমে এমপি শাওনের ব্যাক্তিগত তহবিল থেকে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, উপজেলা মহিলা আওয়ামী লীগ,পৌরসভা আওয়ামী লীগ এবং উপজেলা যুব মহিলালীগ ও পৌর যুব মহিলালীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী(শাওন)।
এসময় এমপি শাওন বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও নিজ নির্বাচনীয় এলাকায় সকলের সাথে ঈদ উদযাপন করার জন্য এসেছি। আমি সুখে দুঃখে সবসময় লালমোহন ও তজুমদ্দিন আসনের মানুষদের সাথে ছিলাম এবং থাকবো। আপনারা সকলে আমার জন্য ও আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, এমপি শাওনের সহধর্মিণী ও দৈনিক বরিশাল সমাচার পত্রিকার প্রকাশক ফারজানা চৌধুরী রত্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গত কয়েকদিন লালমোহন উপজেলা বিভিন্ন ইউনিয়নে গিয়ে নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন এমপি-(শাওন)।