প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ২:২১:১১ প্রিন্ট সংস্করণ
নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”এই স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গত শুক্রবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঢাকা বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ অংশ নেয়।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) সাইদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।
শোভাযাত্রা শেষে শাজাহানপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধানশিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।