সারাদেশ

শার্শায় ১৩ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ১২:২০:৫৪ প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ নজরুল ইসলাম, যশোর:

যশোরের শার্শা সীমান্ত থেকে ১৩ পিচ স্বর্ণের (ওজন ১ কেজি ৫৫৬ গ্রাম) বারসহ কামরুজ্জামান কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২১ মার্চ) রাত্রে উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় এলাকা থেকে তাকে এ স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক কামরুল শার্শার গোগা গ্রামের কুদরত উল্লাহের ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, ভারতে পাচারকারীরা স্বর্ণের একটি চালান পাচার করবে, এমন গোপন খবরে, উপজেলার গোগা গ্রামের গাজীপাড়া এলাকায় বিজিবি সদস্যরা নজরদারি বাড়ায়। এ সময় সন্দেহভাজন ওই যুবক ঐ এলাকায় আসলে, গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে তার কোমরে কৌশলে লুকায়িত অবস্থায় ১৩ পিচ স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা। এবং আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধরকৃত স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হবে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com