প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৩:০৭:০৫ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ফুটবলের হারানো গৌরব ফেরাতে সরকারের পক্ষ থেকে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট চালু হয়েছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। তাতে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী হবে। তিনি বলেন, আমাদের যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হচ্ছে। মাদক হতে যুব সমাজ কে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিপাত যাবে।
মঙ্গলবার (২১মার্চ) বিকালে ত্রিশাল উপজেলার কালীর বাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠে, নিউ লাইফ স্পোর্টিং ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ম্যাচটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ ইকবাল হোসেন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের, সাবেক সদস্য, প্রবীন আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সাবেক, সভাপতি প্রদীপ ভৌমিক,কাঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আসলাম উদ্দীন সরকার,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শাহজাহান মাষ্টার,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও কাঠাল ইউনিয়ন আওয়ামী লীগের আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল হোসেন রকি, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামসহ কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশের চলমান উন্নয়ন চিত্র ভোটারদের কাছে কাছে তুলে ধরতে হবে।
খেলা শেষে বিজয়ীদের হাতে টফি তুলে দেন প্রধান অতিথি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য অতিথিগণ।