প্রতিনিধি ২০ মে ২০২৩ , ৪:১৮:০১ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় উপজেলায় সবুজ মিয়া (৫০) নামে এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত সবুজ মিয়া উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ছোট মোজার এলাকার মৃত জহুরুল ইসলাম বিশুর ছেলে। তিনি ১ মেয়ে এবং ১ ছেলে জনক। প্রাথমিকভাবে তার আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা যায়নি।
শুক্রবার (১৯ মে) উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বড় মোজার এলাকায় এ অপমৃত্যু ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে কোনো এক সময় পরিবারের অজান্তে বড় মোজার এলাকার আনসারের ভিটায় পিতরাজ গাছে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন দিনমজুর সবুজ মিয়া। তবে সে দীর্ঘদিন যাবৎ স্ত্রী চলে যাওয়ার পর থেকেই খুব হতাশ থাকতেন।
সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধারসহ সুরতহাল প্রস্তুত করে। নকলা থানার এস আই পুলক চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুরের সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।