প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ১০:০৬:৪১ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার লালমোহন প্রাথমিক শিক্ষা জাতীয়করণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক আলোচনা ও ২০২০ সাল ইইতে ২০২২ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকগনের বিদায় সংবর্ধনা এবং ২০২২ ও ২০২৩ সালে নতুন যোগদানকৃত শিক্ষকগনের বরন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, লালমোহন উপজেলা শাখার আয়োজনে (২১ মার্চ মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় লালমোহন উপজেলা অডিটোরিয়ামের হল রুমে এই বরন মেলা অনুষ্ঠিত হয়।
এ সময় বরন মেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)।
এ সময় এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী, তিনি বিজয়ের পরে বাংলাদেশে আসার পরপর’ই বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। যারা এদেশের মেধা শুন্য করার লক্ষ্য সবসময়ই দেশ বিরোধী কাজ করছে তাদেরকে চ্যালেন্স হিসাবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে শিক্ষিত করার লক্ষ্য বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন।
তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকার সবসময় জাতীকে উন্নত শিক্ষা গ্রহণ করার জন্য আজ বাংলাদেশে বহু আধুনিক ভবন এবং নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সারাদেশে কোমলমতি শিশুদের আকৃষ্ট করার লক্ষ্য সবচেয়ে বেশি প্রাথমিক শিক্ষা কে আধুনিকায়ন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শওকত আলি হেলালের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম মামুনুর রশীদ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সেলিমসহ লালমোহন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।