জাতীয়

সরকারি সফরে ভারত গেলেন সেনা প্রধান এস.এম শফিউদ্দিন আহমেদ

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ২:০২:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বুধবার ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ভারতে গিয়েছেন। 

আইএসপিআর জানায়, সফরকালে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন। 
সফরকালে তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী প্রধানগণ ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষাসচিব ও পররাষ্ট্রসচিবসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া এই সফরে তিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। 

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত দুই বছরে বাংলাদেশ এবং ভারত সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবেন।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com