প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ১১:১৫:২১ প্রিন্ট সংস্করণ
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি:
মানবজমিন, বাংলা নিউজ ও ৭১ টিভি’র জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদীম এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটায় লালমোহন সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে লালমোহন বাজার চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, সহ-সভাপতি খান আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, অর্থ সম্পাদক এম.আর পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি শাহীন কুতুব, সাধারণ সম্পাদক সালাম সেন্টু, সাংবাদিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হারুন, যুগ্ম সাধারণ কবি সাংবাদিক নূরুল আমিন, নির্বাহী সদস্য মোখলেছুর রহমানসহ স্বনামধন্য সাংবাদিক সংগঠন লালমোহন সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিসহ সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান বক্তারা।