স্পোর্টস ডেস্ক: ৫ এপ্রিল ২০২৩ , ৭:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ
শুরুর চাপ সামলে নিয়েছেন দুই অভিজ্ঞ টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এই দুইজনের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে চালকের আসনে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৭০ রান। উইকেটে ৭৭ বলে ৫৩ রান করে মুশফিক ও ৭৪ বলে ৭৪ রান করে সাকিব অপরাজিত আছেন।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতে মুমিনুলের উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। তবে সেই অবস্থা থেকে দলকে টেনে তুলেন সাকিব ও মুশফিক। একদিকে সাকিবের আগ্রাসী ব্যাটিং, অন্যদিকে মুশফিকের সাবলীল মনোভাবে দ্রুত স্কোরবোর্ডে রান তুলতে থাকে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় অর্ধশতক তুলে নেন এই দুইজন।
এর আগে মিরপুরে একমাত্র টেস্টে আগে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। শেষ বিকেলে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ৩৪ রান।
অস্বস্তি নিয়ে দিন শেষ করা টাইগাররা আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করলে দেখেশুনেই খেলতে থাকেন দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তবে পরক্ষনেই দৃশ্যপট পাল্টে সাজঘরের পথ ধরেন মুমিনুল।
অ্যাডায়ারের বল শাফল করে ফ্লিক করতে গিয়ে লেগ স্টাম্প উপড়ে যায় এই বাঁহাতির। ৩৪ বলে চারটি চারের মারে ১৭ রান করে আউট হন মুমিনুল। এই বাঁহাতি ফেরার পরেই ম্যাচের হাল ধরেন সাকিব ও মুশফিক।